পটুয়াখালীতে পৌর মেয়রের উদ্দ্যোগে ৮ বিরাঙ্গনা নারীকে সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তা প্রদান

পটুয়াখালীতে পৌর মেয়রের উদ্দ্যোগে ৮ বিরাঙ্গনা নারীকে সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তা প্রদান
রিপন কুমার দাস,পটুয়াখালীঃ-  ৭৫'র১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ নিহতদের স্মরন সভায় পটুয়াখালী পৌর সভার উদ্যোগে পটুয়াখালীর ৮ বিরাঙ্গনা নারীকে সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২১ আগষ্ট বুধবার বেলা ১১টায় পটুয়াখালী পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বীরঙ্গনাদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট, নগদ অর্থ ও শাড়ী কাপড়সহ ব্যবহারিক সামগী প্রদান করেন। এসময় পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বিরাঙ্গনাদের বিশেষ অতিথির আসনে বসিয়ে মা’য়ের সম্মানে ভুষিত করেন।
এ অনুষ্ঠানে বীরঙ্গনা নারীদের সম্মান জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আঃ মান্নান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা, শাহজাহান খান, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা কৃষকলীগের সভাপতি তসলিম সিকদার, দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদল, জেলা যুবলীগ নেতা এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর দেলোয়ার হোসেন আকন প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের এবং ২১ আগস্ট নিহতদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন গোড়স্থান জামে মসজিদের ইমাম মাওলানা নাজিম উদ্দিন।